ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াল ২৭.৩৫ বিলিয়ন ডলার দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৬ মে থেকে সম্পূর্ণ অনলাইনে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় নিন্দা জামায়াত আমিরের ফেনীতে কিশোরদের অপরাধের অভিযোগে দুই মাকে নাকে খত দিতে বাধ্য, অভিযুক্ত বিএনপি নেতা সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে আটক ৪ জন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ভবনের নিচে বন্দিয়ালা আব্দুল জুব্বার (৭৫) ও শিল্পী খাতুনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ মে) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন রিমান্ডের আদেশ দেন।

 

কোর্ট পরিদর্শক আসলাম হোসেন জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরাফাতের বিরুদ্ধে অপর একটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।

 

শুক্রবার ভোরে রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামে আরাফাতের ভাড়া করা একটি বাড়ির নির্মাণাধীন অংশে গোপন ঘরে আটক থাকা শিল্পী ও জুব্বার সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই বাড়ি এবং আরাফাতের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে শিল্পী খাতুনের স্বামী মনসুর আলী এবং আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম পৃথক দুটি মামলা করেন, যাতে আরাফাতসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, আরাফাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য জানা যাবে।

জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ভবনের নিচে বন্দিয়ালা আব্দুল জুব্বার (৭৫) ও শিল্পী খাতুনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ মে) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন রিমান্ডের আদেশ দেন।

 

কোর্ট পরিদর্শক আসলাম হোসেন জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরাফাতের বিরুদ্ধে অপর একটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।

 

শুক্রবার ভোরে রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামে আরাফাতের ভাড়া করা একটি বাড়ির নির্মাণাধীন অংশে গোপন ঘরে আটক থাকা শিল্পী ও জুব্বার সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই বাড়ি এবং আরাফাতের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে শিল্পী খাতুনের স্বামী মনসুর আলী এবং আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম পৃথক দুটি মামলা করেন, যাতে আরাফাতসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, আরাফাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য জানা যাবে।