নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের প্রস্তাবের সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, এ প্রতিবেদন বাতিল হলে অন্য সব সংস্কার কমিশনের প্রতিবেদনও বাতিলযোগ্য হয়ে যাবে। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘জুলাইয়ের পর মেয়েদের পাশে বসিয়ে দিয়ে এখন নারী অধিকার নিয়ে সালিশ বসেছে—হায়রে নাটক! সরকার একটি ঐকমত্য কমিশন বানিয়েছে সংস্কার নিয়ে আলোচনা করার জন্য। সব কমিশনের রিপোর্ট দেখলে অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবই চোখে পড়ে।’
নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেটার ভিত্তিতে পুরো কমিশন বাতিলের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, ‘নারীদের কতটুকু অধিকার থাকবে, সেটা নিয়ে পুরুষদের চিন্তা যেন বেশি। নারীদের অধিকার নিয়ে রাজনীতি এড়িয়ে যাওয়া যাবে না। চোখ রাঙিয়ে নারীদের প্রান্তিক করা যাবে না।’