ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়।

 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ধান মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষক এনামুল ইসলাম ও তার ছেলে মাসুদ রানাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

 

পরে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে ভারতীয় দুই নাগরিক—কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডুকে বাংলাদেশ সীমানা থেকে আটক করে এবং বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিকালে পতাকা বৈঠকে উভয় পক্ষ নিজেদের নাগরিকদের ফেরত দেয়।

জনপ্রিয়

দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ১১ ঘন্টা আগে

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়।

 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ধান মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষক এনামুল ইসলাম ও তার ছেলে মাসুদ রানাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

 

পরে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে ভারতীয় দুই নাগরিক—কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডুকে বাংলাদেশ সীমানা থেকে আটক করে এবং বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিকালে পতাকা বৈঠকে উভয় পক্ষ নিজেদের নাগরিকদের ফেরত দেয়।