ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় সক্রিয় হচ্ছে পুলিশ, হুমকি মনে করছে না সরকার: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, পুলিশ বাহিনী সৃষ্টির পর থেকে তাদের সেবার দরজা কখনোই বন্ধ ছিল না। তবে এই জুলাই ২৪-এ সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেখান থেকে তারা এখন পুনরায় সক্রিয় হতে শুরু করেছে। সরকারও তাদের আরও সক্রিয় করে জনগণকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছে।

 

শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, “আমরা এটিকে হুমকি মনে করছি না। সময় সময় এমন সমস্যা আসবে, আমাদের তা মোকাবিলা করতে হবে, এবং আমরা তা করব।”

 

মানবিক করিডোর বিষয়ে তিনি জানান, “এটা আমার জানা নাই, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জনপ্রিয়

পুনরায় সক্রিয় হচ্ছে পুলিশ, হুমকি মনে করছে না সরকার: স্বরাষ্ট্র সচিব

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, পুলিশ বাহিনী সৃষ্টির পর থেকে তাদের সেবার দরজা কখনোই বন্ধ ছিল না। তবে এই জুলাই ২৪-এ সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেখান থেকে তারা এখন পুনরায় সক্রিয় হতে শুরু করেছে। সরকারও তাদের আরও সক্রিয় করে জনগণকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছে।

 

শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, “আমরা এটিকে হুমকি মনে করছি না। সময় সময় এমন সমস্যা আসবে, আমাদের তা মোকাবিলা করতে হবে, এবং আমরা তা করব।”

 

মানবিক করিডোর বিষয়ে তিনি জানান, “এটা আমার জানা নাই, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।