২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ মে) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ইউনিটে মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যে ২০টি কেন্দ্রে:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া চলে। এতে তিনটি ইউনিটে মোট আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৬৮৮ জন, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৭২ হাজার ৬২ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৫৪ জন আবেদন করেন।
গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে পাস করেছেন ১৩ হাজার ৬৬০ জন শিক্ষার্থী, যা শতকরা হিসাবে ৬৩ দশমিক ৩৫ শতাংশ।