ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় তিন নারী-শিশু এবং এক ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ মে) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক পাচারকারী শংকর অধিকারী (৩৯) ভারতের উত্তর ২৪ পরগনার পূর্ব হুদা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে বাংলাদেশি ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়েল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শংকর তিন মাস আগে বাংলাদেশে বেড়াতে এসে মাদারীপুরের জয়বালা (১৩) নামে এক কিশোরীকে বিয়ে করেন এবং পরে ফের বাংলাদেশে ফিরে তাকে ও পাশের বাড়ির যুথিকা হালদার (২৯) ও তার ছেলে বাধন বৈদাকে (১০) ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে আনেন।
পাচারের জন্য আনোয়ার নামে এক বাংলাদেশি দালালের সঙ্গে ৪৭ হাজার টাকার চুক্তির কথাও স্বীকার করেছেন শংকর।
পাচার হওয়া নারীরা জানান, তাদের বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসা হয়; ভারতে পাচারের বিষয়টি তারা জানতেন না।
বিজিবি জানায়, আটক শংকর অধিকারীকে মহেশপুর থানায় এবং উদ্ধার হওয়া নারী-শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।