খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাকসিন দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই গরু-ছাগল রোগে আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করেছে। গত ১৫ দিনে অন্তত ৪টি গরু ও অর্ধশতাধিক ছাগল মারা গেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঘটনাস্থলে গিয়ে মৃত ও রোগাক্রান্ত পশুর ময়নাতদন্ত এবং নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে ৬ সদস্যের তদন্ত টিমের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. সাহব উদ্দিন।
খামারিরা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শে সরকারি ভ্যাকসিন দেয়ার পরই পশুগুলোর মধ্যে অতিরিক্ত জ্বর, চামড়ায় গুটি ও ক্ষতের মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসা করেও পশুগুলোকে বাঁচানো সম্ভব হয়নি।
তাদের অভিযোগ, ভ্যাকসিনে সমস্যা ছিল অথবা একই সিরিজের ভ্যাকসিন দেওয়ার কারণে এমনটা ঘটেছে। প্রাণিসম্পদ বিভাগ মৃত পশু মাটিচাপা দিতে এবং আক্রান্ত পশুদের আলাদাভাবে রাখার নির্দেশ দিয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারিরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।