আজ ১ মে, মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য—‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করলে পুলিশ গুলি চালায়, যাতে বহু শ্রমিক হতাহত হন। সেই আত্মত্যাগের স্মরণে বাংলাদেশসহ সারা বিশ্বে এই দিনটি পালিত হয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে।
এ দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও পরিচিত। বাংলাদেশে এবারের মে দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।
বিশ্বের প্রায় ৮০টি দেশে মে দিবসে সরকারি ছুটি থাকে এবং আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এই দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মালিক-শ্রমিকের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্দোলনের ফলেই বিশ্বব্যাপী দৈনিক কর্মঘণ্টা সীমিত হয়ে আট ঘণ্টায় নেমে আসে।
শিকাগোর হে মার্কেটের রক্তঝরা ঘটনার তিন বছর পর, ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই এটি বিশ্বব্যাপী শ্রমিকদের ঐক্য, অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে।