আলুবীজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বগুড়া ও জয়পুরহাট জেলার চুক্তিভিত্তিক আলু চাষিরা মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকার বিএডিসি আলুবীজ হিমাগারের সামনে মানববন্ধন করেন। পরে এক সংবাদ সম্মেলনে তারা জানান, গত বছর গ্রেডভেদে আলুবীজের দাম ছিল ৩৩, ৩৪ ও ৩৫ টাকা, কিন্তু এ বছর তা কমিয়ে ২৬ থেকে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, এই মূল্য তাদের উৎপাদন ব্যয়ের চেয়েও কম, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিএডিসির হিমাগার বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, কৃষকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।