রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৩০ এপ্রিল) রাতে তেজগাঁওয়ের বেরাইদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তরিকুল জানান, একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বলেন, ‘বড় নেতা হয়ে গেছো? বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আন্দোলন করো।’
সহপাঠীরা দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত এবং আন্দোলন দমনের উদ্দেশ্যে করা হয়েছে। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এর আগে, আন্দোলনের চাপে ইউআইইউ উপাচার্য পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।