প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের জন্য অতিরিক্ত শর্ত চাপালে বাংলাদেশ আর সেই ঋণ নিতে আগ্রহী থাকবে না।
শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত বাজেট বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে। অতিরিক্ত শর্ত দেশের অর্থনীতিকে দুর্বল করে দেবে বলে মন্তব্য করেন তিনি।
সেমিনারে কৃষি অর্থনীতিবিদরা কৃষি খাতে বাজেট বাড়ানো, পোল্ট্রি খাতে ব্যবহৃত কাঁচামালে ভ্যাট হ্রাস, কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং প্রণোদনা বৃদ্ধির আহ্বান জানান।