ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে অংশীজনদের একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ তৈরি করা। যেসব বিষয়ে ঐকমত্য আসবে, সেগুলোর ভিত্তিতেই সনদ প্রণয়ন হবে।
সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়, সাংবাদিকরাও সহযোগিতার ভিত্তিতে কথা বলবেন এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমঝোতার পরিবেশ গঠনে অনুপ্রেরণা দেবেন।