নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক সুপারিশগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে রোববার (৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন একজন আইনজীবী।
রিটে বলা হয়, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন না করার জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
একইসঙ্গে কমিশনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর সুপারিশ ইসলামি আইন, সংবিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়েছে।