গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সবশেষ রোববার (৪ মে) রাতে মারা যায় তানজিলা (১০) নামের একটি শিশু। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগেই মারা যান তানজিলার মা, যিনি ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
গত ২৭ এপ্রিল সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাসলিমা আক্তার (৩০), তার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) এবং তার দেড় বছরের ছেলে আইয়ান দগ্ধ হন।
আইয়ানের চাচা আরিফ হোসেন জানান, ঘটনার সময় আইয়ানের মা পারভিন ঘরে রান্না করছিলেন। হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, আগুনে দগ্ধ হন মা-ছেলে। প্রতিবেশী রোমান জানান, বিস্ফোরণের পরই আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকায় স্থানান্তর করা হয়।