ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াল ২৭.৩৫ বিলিয়ন ডলার দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৬ মে থেকে সম্পূর্ণ অনলাইনে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় নিন্দা জামায়াত আমিরের ফেনীতে কিশোরদের অপরাধের অভিযোগে দুই মাকে নাকে খত দিতে বাধ্য, অভিযুক্ত বিএনপি নেতা সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে আটক ৪ জন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির

এ বছর ২০০ টন মানসম্পন্ন বীজধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখা। উৎপাদিত বীজধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বিএডিসির মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হবে।

 

রোববার (৪ মে) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম ফজলুল হক ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।

 

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৫৯ একর জমিতে ব্রি-২৯, ব্রি-৭৮, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, বিনা-১০, বিনা-২৫ ও বিনা-২৮ জাতের ধান আবাদ করা হয়েছে।

 

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জমি শুধু শিক্ষা, গবেষণা ও উৎপাদনের জন্য ব্যবহার হবে। পতিত ও অপ্রয়োজনীয় জমিগুলো দ্রুত চিহ্নিত করে গবেষণা ও উৎপাদনে যুক্ত করা হবে। ব্যক্তি বা বহিরাগতদের স্বার্থে জমি ব্যবহারের সুযোগ নেই।

জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির

প্রকাশিত: ২ ঘন্টা আগে

এ বছর ২০০ টন মানসম্পন্ন বীজধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখা। উৎপাদিত বীজধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বিএডিসির মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হবে।

 

রোববার (৪ মে) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম ফজলুল হক ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।

 

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৫৯ একর জমিতে ব্রি-২৯, ব্রি-৭৮, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, বিনা-১০, বিনা-২৫ ও বিনা-২৮ জাতের ধান আবাদ করা হয়েছে।

 

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জমি শুধু শিক্ষা, গবেষণা ও উৎপাদনের জন্য ব্যবহার হবে। পতিত ও অপ্রয়োজনীয় জমিগুলো দ্রুত চিহ্নিত করে গবেষণা ও উৎপাদনে যুক্ত করা হবে। ব্যক্তি বা বহিরাগতদের স্বার্থে জমি ব্যবহারের সুযোগ নেই।