ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

ভারত ও বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। আগামী মাসে দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিল। দেশ দুইটির মধ্যে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো এ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।

সূত্রগুলো জানিয়েছে, স্থগিতের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হয়েছে। তবে বৈঠকের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক হবে ৫৫তম। এতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। সর্বশেষ চলতি বছরের মার্চে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সব মিলিয়ে বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে ৫ আগস্টের ঘটনার পর বিজিবির সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সম্প্রতি মন্ত্রণালয় পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ভারত ও বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। আগামী মাসে দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিল। দেশ দুইটির মধ্যে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো এ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।

সূত্রগুলো জানিয়েছে, স্থগিতের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হয়েছে। তবে বৈঠকের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক হবে ৫৫তম। এতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। সর্বশেষ চলতি বছরের মার্চে ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সব মিলিয়ে বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে ৫ আগস্টের ঘটনার পর বিজিবির সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সম্প্রতি মন্ত্রণালয় পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক।