ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ঢাবির ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে পরীক্ষার এ সময় নির্ধারণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুষদের ডিন ডেইলি বাংলাদেশকে বলেন, ডিসেম্বরের মাঝামাঝি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও সিদ্ধান্তটি চূড়ান্ত নয়। আশা করছি শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।

সুনির্দিষ্ট করে সময় জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চাইছে ডিসেম্বরের মধ্যে সব ভর্তি পরীক্ষা শেষ করে দিয়ে নতুন শিক্ষাবর্ষের সঙ্গে চলতে। তাই সুনির্দিষ্ট করে যদি বলতে হয়, ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিনস কমিটি সূত্রে জানা যায়, এবারো ৪টি অনুষদের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ।

এ বছরও চারুকলা অনুষদ ব্যতীত অন্য ৩ অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ঢাবির ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি

প্রকাশিত: ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে পরীক্ষার এ সময় নির্ধারণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুষদের ডিন ডেইলি বাংলাদেশকে বলেন, ডিসেম্বরের মাঝামাঝি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও সিদ্ধান্তটি চূড়ান্ত নয়। আশা করছি শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।

সুনির্দিষ্ট করে সময় জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চাইছে ডিসেম্বরের মধ্যে সব ভর্তি পরীক্ষা শেষ করে দিয়ে নতুন শিক্ষাবর্ষের সঙ্গে চলতে। তাই সুনির্দিষ্ট করে যদি বলতে হয়, ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিনস কমিটি সূত্রে জানা যায়, এবারো ৪টি অনুষদের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ।

এ বছরও চারুকলা অনুষদ ব্যতীত অন্য ৩ অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।