নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকারি অনুদান ও ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।
অর্ধ শতাধিক নারী-পুরুষ অভিযোগ দিতে এসে বিক্ষোভ করেন। এর আগে মৎস্য অফিসেও তার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছিল।
ভুক্তভোগীরা জানান, সুমন স্থানীয়দের বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিজন দরিদ্রকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবেন। এজন্য দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান ব্যাংকে ৬ হাজার টাকা জমা দিতে হবে। সুমনের কথায় শতাধিক ব্যক্তি টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পর একে একে অনেকেই প্রতারণার বিষয়টি টের পান, কারণ ব্যাংকে তাদের নামে কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি।
এছাড়া সরকারি ঘর, গাভী, মাতৃত্বকালীন, বিধবা, বয়স্ক ও খাদ্যভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে জনপ্রতি হাজার হাজার টাকা আদায় করেন সুমন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “সুমনের প্রতারণা অফিসিয়াল না, তিনি ব্যক্তিগতভাবে এসব করেছেন। তার বিরুদ্ধে শোকজ পাঠানো হয়েছে এবং জেলা অফিসে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠন হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতারণার শিকার সাধারণ মানুষ এখন দ্রুত বিচার ও প্রতারক পিয়নের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।