র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে জানান:
প্রধান নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সারাদেশে সমন্বিত নিরাপত্তা বলয় গঠন । এরপর নারী ও শিশুদের সুরক্ষায় ইভটিজিং রোধে বিশেষ টিম মোতায়েন । এর সাথে গুরুত্ব দেওয়া হয়েছে, সাইবার স্পেসে অপপ্রচার নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং কার্যক্রম। অপরদিকে, চারুকলার ফ্যাসিস্ট মুখোশ পোড়ানো ঘটনা এখনো তদন্তাধীন ।
মহাপরিচালকের বক্তব্য:
“আমরা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। উৎসবস্থলে নারী ও শিশুদের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষ নির্দেশনা:
– উৎসবস্থলে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারি
– জরুরি যোগাযোগের জন্য হটলাইন সচল
– ভিন্নমতের শান্তিপূর্ণ প্রকাশে বাধা না দেওয়ার নির্দেশ
উল্লেখ্য, গতকাল চারুকলায় ফ্যাসিস্ট নেতার প্রতীকী মুখোশ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
র্যাব প্রধান নিশ্চিত করেছেন, নববর্ষের আনন্দ যাতে নির্বিঘ্নে উদযাপিত হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।