চীনের অর্থায়নে প্রস্তাবিত ১,০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ থাকলেও পঞ্চগড় এখনও স্বাস্থ্যসেবার দিক থেকে পিছিয়ে। গুরুতর রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দূরের জেলাগুলোতে পাঠানো হয়, মাঝপথেই অনেক রোগী মারা যায়।
বক্তারা জোর দিয়ে বলেন, “আমরা আর কোনো অনর্থক মৃত্যু চাই না। আমাদের অধিকার মানসম্মত চিকিৎসা সেবা।” চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রী এবং রোগীরাও এখানে আসতে পারবে। এতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত হবে।
স্থানীয়রা অভিযোগ করেন, ২০২৩ সালের ৮ এপ্রিল সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, পাশের দেশের আপত্তির কারণে কাজ বন্ধ হয়ে যায়। তারা জানান, “পঞ্চগড়ে শুধু ১২ একর নয়, শত একর নির্ভেজাল জমি প্রস্তুত রয়েছে।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতালটি যদি পঞ্চগড়ে স্থাপন না করা হয়, তবে বৃহৎ আন্দোলনের সূচনা হবে।
আগামী ১৬ এপ্রিল বেলা ১১টায় জেলা জজ কোর্ট চত্বর থেকে মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে গণজমায়েত হবে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।