প্রবল বাতাস ও কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, রাত ১১টার পর থেকেই নদীতে দমকা বাতাস বইতে শুরু করে। পরে বাতাসের গতি বৃদ্ধি এবং কালবৈশাখী ঝড় শুরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এই নৌপথটি দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হওয়ায় এর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা সরাসরি জড়িত।