ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেও রয়েছে। এর প্রভাবে দেশে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দৈনিক পূর্বাভাস:

  • বুধবার (১৬ এপ্রিল):
    ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

  • বৃহস্পতিবার (১৭ এপ্রিল):
    একই রকম আবহাওয়া বিরাজ করবে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনভর তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

  • শুক্রবার (১৮ এপ্রিল):
    খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শনিবার (১৯ এপ্রিল):
    দেশের আটটি বিভাগেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • রোববার (২০ এপ্রিল):
    ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের এই আবহাওয়া পরিস্থিতির পর বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে। জনসাধারণকে কৃষিকাজ, যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ডে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেও রয়েছে। এর প্রভাবে দেশে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দৈনিক পূর্বাভাস:

  • বুধবার (১৬ এপ্রিল):
    ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

  • বৃহস্পতিবার (১৭ এপ্রিল):
    একই রকম আবহাওয়া বিরাজ করবে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনভর তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

  • শুক্রবার (১৮ এপ্রিল):
    খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শনিবার (১৯ এপ্রিল):
    দেশের আটটি বিভাগেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • রোববার (২০ এপ্রিল):
    ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের এই আবহাওয়া পরিস্থিতির পর বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে। জনসাধারণকে কৃষিকাজ, যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ডে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।