বিসিএস পরীক্ষার জট নিরসনের দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সারাদিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্মারকলিপি জমা দিতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের আটকায় পুলিশ।
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি পিএসসি ৪৬তম বিসিএসসহ চারটি বিসিএসের পরিকল্পনা প্রকাশ করেছে এবং ৪৬তম বিসিএসের রুটিনও প্রকাশ করা হয়েছে। তবে আগের পরীক্ষাগুলোর জট এখনো কাটেনি।
তাদের দাবি, ৪৪তম বিসিএসের ভাইভা দ্রুত সম্পন্ন করে, আগের জট নিরসন করে ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা চাকরিপ্রার্থীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।