বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশন নজিরবিহীন ও হৃদয়বিদারক পিলখানা হত্যাযজ্ঞের নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য আহ্বান করেছে। প্রায় ১৬ বছর আগে সংঘটিত এ ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন পরিকল্পিতভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে সত্য প্রকাশে কাজ করে যাচ্ছে।
তথ্য দেওয়ার পদ্ধতি:
তথ্যদাতারা নিচের উপায়ে কমিশনে তথ্য জমা দিতে পারবেন:
-ওয়েবসাইট: bdr-commission.org
-ই-মেইল: [email protected]
–হাজির হয়ে তথ্য প্রদান
–কুরিয়ার ও ডাকযোগে পাঠানো
-ঠিকানা: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম), নতুন ভবন (৭ম তলা), ড. কুদরাত-এ-খুদা সড়ক, সায়েন্স ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
-হটলাইন (সকাল ৯টা – বিকেল ৫টা): ০১৭৬৯-৬০০২৮১
উল্লেখ্য, দেশের বাইরে বা ঢাকার বাইরে অবস্থানকারীরা প্রয়োজনে কমিশনের সঙ্গে যোগাযোগ করে নিজ অবস্থান থেকে তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে, যদি তিনি তা চান।
-তথ্য প্রদানের ধরন: তথ্যদাতাকে তাঁর নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা উল্লেখ করে ওয়েবসাইটে জমা দিতে হবে। তথ্যের ধরন নির্বাচন করতে হবে, যেমন:
বেঁচে ফেরা শহীদ পরিবারের সদস্যদের বিবৃতি, অন্যান্য সাক্ষী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিবৃতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদন, ছবি, ভিডিও, অডিও, মোবাইল কল রেকর্ড, মেসেজ ও হোয়াটসঅ্যাপ নম্বর।
কমিশন প্রত্যাশা করছে, এ প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এবং ন্যায়ের পথে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।