ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একই সঙ্গে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেট সভায় সিলগালা অবস্থায় উপস্থাপন ও গৃহীত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্র শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে শতাধিক আহত হন। এর প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু

প্রকাশিত: ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একই সঙ্গে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেট সভায় সিলগালা অবস্থায় উপস্থাপন ও গৃহীত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্র শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে শতাধিক আহত হন। এর প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়।