ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

মিরপুরে এনসিপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় মিরপুর ১০-এর স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন থানার প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

 

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করে বলেন, “মিরপুরে আমাদের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে।” তিনি অবিলম্বে টুটুলের গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।

 

তিনি আরও বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতির কবর রচনা করতে হবে।”

 

বিক্ষোভে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মনসুর।

 

উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) রাতে রুপনগর থানা এলাকায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে এনসিপির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হন এবং বর্তমানে তারা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আরও আহত হন ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ অন্তত চারজন।

 

এনসিপি দাবি করেছে, হামলার পেছনে এস আই টুটুল ও তার সহযোগীরা জড়িত।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

মিরপুরে এনসিপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় মিরপুর ১০-এর স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন থানার প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

 

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করে বলেন, “মিরপুরে আমাদের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে।” তিনি অবিলম্বে টুটুলের গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।

 

তিনি আরও বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতির কবর রচনা করতে হবে।”

 

বিক্ষোভে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মনসুর।

 

উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) রাতে রুপনগর থানা এলাকায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে এনসিপির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হন এবং বর্তমানে তারা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আরও আহত হন ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ অন্তত চারজন।

 

এনসিপি দাবি করেছে, হামলার পেছনে এস আই টুটুল ও তার সহযোগীরা জড়িত।