বাংলা নববর্ষের দিনে (১ বৈশাখ) শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাস সার্ভিস চালু করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ।
প্রাথমিকভাবে ৫টি বাস দিয়ে এই সার্ভিস চালু হয়েছে।বাসগুলো সদরসহ চারটি উপজেলার নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে।শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড দেখাতে হবে বাসে ওঠার সময়।সকাল সাড়ে ৮টায় প্রতিটি রুট থেকে কলেজের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ থেকে ফিরতি যাত্রা করবে।এর ফলে খরচ হবে, বাৎসরিক ভাড়া ৩০০-৪০০ টাকা মাত্র।
বাস রুটসমূহ:
রুট ১: ঝিনাইগাতী বাজার → আহম্মদনগর → পাগলার মোড় → তিনানী বাজার ব্রিজ → কাঠালতলী → কোয়ারী রোড → জুলগাঁও → কালীবাড়ী বাজার → বাজিতখিলা → তাতালপুর → শেরপুর সরকারি কলেজ।
রুট ২: ব্রহ্মপুত্র ব্রীজ → ব্যাঙের মোড় → আমতলী বাজার → শিমুলতলী বাজার → পোড়াদহ বাজার → নন্দীর বাজার → বটতলা → কুসুমহাটি বাজার → শেরী ব্রিজ → কলেজ।
রুট ৩: শ্রীবরদী মাঝপাড়া → বটতলা → শ্রীবরদী বাজার → মাটিয়াকুড়া → গাবতলী → তেনাচিরা ব্রিজ → ভারেরা → কুরুয়া বাজার → কুড়িকাহনিয়া বাজার → ইন্দিলপুর বাজার → চিথলিয়া → আখের মাহমুদ বাজার → খোয়ারপাড় → কলেজ।
রুট ৪: গৌড়দ্বার (নকলা) → পাইস্কা মোড় → নকলা হলপট্টি → গণপদ্দী বাজার → তারাকান্দি বাজার → কানাশাখোলা বাজার → অষ্টমীতলা → কলেজ।
রুট ৫: গড়কান্দা চৌরাস্তা (নালিতাবাড়ী) → বাইপাস → রানীগাঁও বাজার → সন্নাশীভীটা ব্রীজ → পাঁচগাঁও বাজার → নলজুড়া বাজার → টেঙ্গাখালী মোড় → তিনানী বাজার ব্রীজ → কাঠালতলী → কোয়ারী রোড → জুলগাঁও → খোয়ারপাড় → কলেজ।
শিক্ষার্থীরা এই উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত। তারা বলছেন, আগে ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করতে হতো বা পায়ে হেঁটেই কলেজে আসতে হতো। এখন সেই দুর্ভোগ লাঘব হবে।
উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন জানান, “অনেক শিক্ষার্থী প্রতিদিনই ভাড়া বাবদ ১৫০-২০০ টাকা খরচ করত। এই সার্ভিস তাদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করবে।”
এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।