আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠরা।
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এক ফেসবুক পোস্টে লেখেন, “তোফায়েল ভাইকে নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি ভাল আছেন। প্লিজ গুজব ছড়াবেন না।”
এছাড়া, তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন জানিয়েছেন, “তিনি সুস্থ আছেন এবং বর্তমানে ঘুমাচ্ছেন।”
উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। তবে তার পরিবার ও সহকর্মীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়ে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য।
সকলকে গুজব থেকে সতর্ক থাকার এবং যাচাই না করে এমন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।