রাষ্ট্র যদি গুণগত ও মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্রকাঠামো বজায় থাকে, তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘নববর্ষ মানে নবায়ন। হালখাতার মাধ্যমে যেমন ব্যক্তিগত দেনা-পাওনার হিসাব চুকানো হয়, তেমনই আমরা চাই রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণ-অভ্যুত্থান সেই নবায়নের সূচনা করেছে।’
সোমবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর ইস্কাটনের নেভি গলিতে আয়োজিত বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছিল বাউলগান এবং আগের রাতে বাংলামোটর সড়কে আঁকা হয় আলপনা।
নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এনসিপি এগোচ্ছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর অনেকেই এখন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করছে না। জুলাই বিপ্লব কেবল ব্যক্তি বা দল পরিবর্তনের জন্য নয়, বরং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো বদলের আন্দোলন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে বিচার ও সংস্কারের রোডম্যাপ চেয়েছি। এর মাধ্যমেই গণপরিষদ ও আইনসভার নির্বাচন সম্ভব এবং জাতিগত নবায়নের ভিত্তি স্থাপন করা যাবে।’
এনসিপি নেতা অভিযোগ করেন, বিগত সময়ে পয়লা বৈশাখকেও দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করা হয়েছিল, যার ফলে এর অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল। এবারই প্রথমবার “হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত” মুক্ত পরিবেশে বৈশাখ উদ্যাপন হয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রযন্ত্রের যে সকল ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, তা না হলে স্বৈরতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এসব সংস্কারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বাংলা সনের গুরুত্ব অনুধাবন করে তা রাষ্ট্রীয় ও দৈনন্দিন কাজে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।