কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সোমবার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী।
জেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে তারা প্রথম দিনের পরীক্ষা দিতে পারেনি, কারণ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে তারা প্রবেশপত্র না পাওয়ার বিষয়টি জানায়। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম শিক্ষাবোর্ড তাদের বাকি পরীক্ষাগুলোতে অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যালয়ের একটি সিন্ডিকেটের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে প্রশাসন। আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে তারা ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রসঙ্গত, প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৩ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিভাবকদের অভিযোগ। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন ও ভাঙচুর চালান। পরে পুলিশ প্রধান শিক্ষককে আটক করে।