দাম বাড়ানোর মাত্র একদিন পরই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১,০৩৮ টাকা কমানো হয়েছে, যা পহেলা বৈশাখ ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম):
-২২ ক্যারেট: ১,৬২,১৭৬ টাকা
-২১ ক্যারেট: ১,৫৪,৮০৫ টাকা
-১৮ ক্যারেট: ১,৩২,৬৯০ টাকা
-সনাতন পদ্ধতি: ১,০৯,৫৩৭ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম কমায় এই সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে।
এর আগে ১২ এপ্রিল বাজুস ভরিতে ৪,১৮৭ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম ১,৬৩,২১৪ টাকায় নির্ধারণ করেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু একদিনের ব্যবধানে বাজার পরিস্থিতি বদলে যাওয়ায় এখন দাম কমানোর সিদ্ধান্ত এলো।
চলতি বছরে এখন পর্যন্ত ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে, আর ৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল।
স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা ১,৫৮৬ টাকা।