নতুন শিল্পে গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, এ সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন জানায়, করোনা মহামারি ও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনীতি চাপে রয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ব্যবসায়ী ও শিল্পখাতে। সরকার বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের মূল্য বৃদ্ধি শিল্প খাতকে আরও সংকটে ফেলেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্যবৃদ্ধির পক্ষে কোনো স্পষ্ট অর্থনৈতিক যুক্তি উপস্থাপন করতে পারেনি। বরং কমিশনের চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, রাজস্ব চাহিদা বিবেচনায় না রেখে মন্ত্রণালয়ের পরামর্শেই এ সিদ্ধান্ত হয়েছে। এটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এ প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার আন্দোলন কয়েকটি দাবি তুলে ধরেছে:
-শিল্প খাতসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সহনীয় মূল্য নির্ধারণ
-জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন
-দুর্নীতি ও অপচয় রোধে কঠোর পদক্ষেপ
-নতুন ও পুরোনো শিল্পের মধ্যে বৈষম্য দূর করে একই মূল্যনীতি চালু
-ভবিষ্যতে নীতি প্রণয়নের আগে অংশীজনের মতামত গ্রহণ ও সম্মতি নিশ্চিত করা
সংগঠনটি মনে করে, এসব উদ্যোগ না নিলে দেশের শিল্প ও বিনিয়োগ খাত আরও বিপর্যয়ের মুখে পড়বে।