ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

নতুন শিল্পে গ্যাসের মূল্য ৩৩% বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

নতুন শিল্পে গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, এ সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন জানায়, করোনা মহামারি ও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনীতি চাপে রয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ব্যবসায়ী ও শিল্পখাতে। সরকার বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের মূল্য বৃদ্ধি শিল্প খাতকে আরও সংকটে ফেলেছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্যবৃদ্ধির পক্ষে কোনো স্পষ্ট অর্থনৈতিক যুক্তি উপস্থাপন করতে পারেনি। বরং কমিশনের চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, রাজস্ব চাহিদা বিবেচনায় না রেখে মন্ত্রণালয়ের পরামর্শেই এ সিদ্ধান্ত হয়েছে। এটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

 

এ প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার আন্দোলন কয়েকটি দাবি তুলে ধরেছে:

-শিল্প খাতসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সহনীয় মূল্য নির্ধারণ

-জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন

-দুর্নীতি ও অপচয় রোধে কঠোর পদক্ষেপ

-নতুন ও পুরোনো শিল্পের মধ্যে বৈষম্য দূর করে একই মূল্যনীতি চালু

-ভবিষ্যতে নীতি প্রণয়নের আগে অংশীজনের মতামত গ্রহণ ও সম্মতি নিশ্চিত করা

 

সংগঠনটি মনে করে, এসব উদ্যোগ না নিলে দেশের শিল্প ও বিনিয়োগ খাত আরও বিপর্যয়ের মুখে পড়বে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

নতুন শিল্পে গ্যাসের মূল্য ৩৩% বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

প্রকাশিত: ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

নতুন শিল্পে গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, এ সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন জানায়, করোনা মহামারি ও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনীতি চাপে রয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ব্যবসায়ী ও শিল্পখাতে। সরকার বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের মূল্য বৃদ্ধি শিল্প খাতকে আরও সংকটে ফেলেছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্যবৃদ্ধির পক্ষে কোনো স্পষ্ট অর্থনৈতিক যুক্তি উপস্থাপন করতে পারেনি। বরং কমিশনের চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, রাজস্ব চাহিদা বিবেচনায় না রেখে মন্ত্রণালয়ের পরামর্শেই এ সিদ্ধান্ত হয়েছে। এটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

 

এ প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার আন্দোলন কয়েকটি দাবি তুলে ধরেছে:

-শিল্প খাতসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সহনীয় মূল্য নির্ধারণ

-জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন

-দুর্নীতি ও অপচয় রোধে কঠোর পদক্ষেপ

-নতুন ও পুরোনো শিল্পের মধ্যে বৈষম্য দূর করে একই মূল্যনীতি চালু

-ভবিষ্যতে নীতি প্রণয়নের আগে অংশীজনের মতামত গ্রহণ ও সম্মতি নিশ্চিত করা

 

সংগঠনটি মনে করে, এসব উদ্যোগ না নিলে দেশের শিল্প ও বিনিয়োগ খাত আরও বিপর্যয়ের মুখে পড়বে।