ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের তিন পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগত শ্রমিকরা। শনিবার (১২ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। এতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদানের দাবিতে মিছিল নিয়ে ইপিজেডে প্রবেশ করে কয়েকশ বহিরাগত শ্রমিক। তারা ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের কারখানাগুলোর জানালায় ইটপাটকেল ছোড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কারখানার ভেতর থেকে শ্রমিকরাও পাল্টা প্রতিরোধ করেন।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিকাল ৫টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

 

শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, “বহিরাগত শ্রমিকরা মিছিল নিয়ে ইপিজেডে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জড়িতদের আটক করে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের তিন পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫

প্রকাশিত: ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগত শ্রমিকরা। শনিবার (১২ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। এতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদানের দাবিতে মিছিল নিয়ে ইপিজেডে প্রবেশ করে কয়েকশ বহিরাগত শ্রমিক। তারা ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের কারখানাগুলোর জানালায় ইটপাটকেল ছোড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কারখানার ভেতর থেকে শ্রমিকরাও পাল্টা প্রতিরোধ করেন।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিকাল ৫টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

 

শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, “বহিরাগত শ্রমিকরা মিছিল নিয়ে ইপিজেডে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জড়িতদের আটক করে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”