বগুড়ার নন্দীগ্রামে এক রাতেই ২০টি পল্লী বিদ্যুতের সেচ মিটার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র মাঠের গভীর নলকুপের মিটার চুরি করে নিয়ে যায়। চোরেরা চুরি হওয়া মিটার বক্সের পাশে টাকা দাবী করে একটি চিরকুটে মোবাইল নাম্বার দিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে দমদমা গ্রামের গভীর নলকূপের মালিক উজ্জল হোসেন, রেজাউল করিম, আলমগীর হোসেন ও রুহুল আমিন জানিয়েছেন, দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ি গ্রামে গভীর নলকূপের প্রায় ২০টি বৈদ্যুতিক সেচ মিটার চুরি হয়। চোর চক্র মিটারগুলো চুরির পর চিরকুটে একটি মোবাইল নম্বর রেখে যায়। মিটারের গ্রাহকেরা ওই নম্বরে যোগাযোগ করলে তাদের নিকট থেকে প্রতিটি মিটার ফেরতের জন্য ৭/৮ হাজার টাকা দাবী করে চোরচক্র। এ টাকা ওই নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। এক রাতে এতগুলো মিটার চুরি যাওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে।
চুরির ঘটনায় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু মুছা সরকার বলেন, মিটার চুরি ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।