চীনে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়ে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।” শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি ভাষণে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার প্রধান অগ্রাধিকার হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তবে, সামনে অনেক বাধা রয়েছে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের দেশের সকল নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমাদের তরুণরা সঠিক সুযোগের জন্য কঠোর পরিশ্রম করছে। তবে, আমাদের দেশের মানুষ গরীব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাদের দমন করে রেখেছে। এটি আমাদের জনগণের সকল সমস্যার মূল।”
বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে ড. ইউনূস চাকরির ধারণা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার, তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।”
পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণের আগে, ড. ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। গত বুধবার চীন সফরে গিয়ে তিনি এই বৈঠকটি করেন। এছাড়া, বৃহস্পতিবার তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
চীন সফর শেষে, আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।