ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের


চীনে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়ে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।” শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি ভাষণে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার প্রধান অগ্রাধিকার হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তবে, সামনে অনেক বাধা রয়েছে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের দেশের সকল নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণরা সঠিক সুযোগের জন্য কঠোর পরিশ্রম করছে। তবে, আমাদের দেশের মানুষ গরীব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাদের দমন করে রেখেছে। এটি আমাদের জনগণের সকল সমস্যার মূল।”

বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে ড. ইউনূস চাকরির ধারণা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার, তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।”

পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণের আগে, ড. ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। গত বুধবার চীন সফরে গিয়ে তিনি এই বৈঠকটি করেন। এছাড়া, বৃহস্পতিবার তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

চীন সফর শেষে, আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

চীনে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়ে তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।” শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি ভাষণে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার প্রধান অগ্রাধিকার হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তবে, সামনে অনেক বাধা রয়েছে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের দেশের সকল নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণরা সঠিক সুযোগের জন্য কঠোর পরিশ্রম করছে। তবে, আমাদের দেশের মানুষ গরীব, কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাদের দমন করে রেখেছে। এটি আমাদের জনগণের সকল সমস্যার মূল।”

বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে ড. ইউনূস চাকরির ধারণা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার, তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।”

পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণের আগে, ড. ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। গত বুধবার চীন সফরে গিয়ে তিনি এই বৈঠকটি করেন। এছাড়া, বৃহস্পতিবার তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

চীন সফর শেষে, আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।