ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় রেকর্ড টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে, তবে যানজটের কোনো খবর পাওয়া যায়নি। ঈদ সামনে রেখে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে। যানবাহন নিয়ন্ত্রণে চারটি সেক্টরে ভাগ হয়ে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

 

সেতুর দুই টোল প্লাজার হিসাব:

পশ্চিম টোল প্লাজা: ১৩,৮৭৯টি যানবাহন, টোল আদায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

পূর্ব টোল প্লাজা: ১৫,৩৫৪টি যানবাহন, টোল আদায় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এর আগের ২৪ ঘণ্টায় (রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত) ২৪,০৯৭টি যানবাহন সেতু পার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। ফলে গত ২৪ ঘণ্টায় যানবাহনের সংখ্যা বেড়েছে ৫,১৩৬টি, আর টোল আদায় বেড়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকা।

 

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানিয়েছেন, ঈদ উপলক্ষে যান চলাচল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে ১৮টি টোল বুথ চালু রাখা হবে, যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় রেকর্ড টোল আদায়

প্রকাশিত: ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে, তবে যানজটের কোনো খবর পাওয়া যায়নি। ঈদ সামনে রেখে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে। যানবাহন নিয়ন্ত্রণে চারটি সেক্টরে ভাগ হয়ে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

 

সেতুর দুই টোল প্লাজার হিসাব:

পশ্চিম টোল প্লাজা: ১৩,৮৭৯টি যানবাহন, টোল আদায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

পূর্ব টোল প্লাজা: ১৫,৩৫৪টি যানবাহন, টোল আদায় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এর আগের ২৪ ঘণ্টায় (রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত) ২৪,০৯৭টি যানবাহন সেতু পার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। ফলে গত ২৪ ঘণ্টায় যানবাহনের সংখ্যা বেড়েছে ৫,১৩৬টি, আর টোল আদায় বেড়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকা।

 

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানিয়েছেন, ঈদ উপলক্ষে যান চলাচল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে ১৮টি টোল বুথ চালু রাখা হবে, যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।