ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সাবেক এমপি নদভীর তিন দিনের রিমান্ড

নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগের একটি মামলায় সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

 

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে হাজির করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি মফিজুল হক ভূইয়া। তিনি আজাদীকে বলেন, নদভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে একজন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

 

প্রসঙ্গত, ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সাবেক এমপি নদভীর তিন দিনের রিমান্ড

প্রকাশিত: ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগের একটি মামলায় সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

 

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে হাজির করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি মফিজুল হক ভূইয়া। তিনি আজাদীকে বলেন, নদভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে একজন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

 

প্রসঙ্গত, ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।