চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দুই ম্যাচে হেরে শঙ্কায় পড়ে গেছে স্বাগতিক পাকিস্তান। ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়ার পর গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারায় মোহাম্মদ রিজওয়ানদের দল। তবে এখনও তাদের আশার প্রদীপ নিভে যায়নি পুরোপুরি।
পাকিস্তানের হাতে বাকি আছে একটি ম্যাচ, আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের হাতে দুটি করে ম্যাচ বাকি রয়েছে। এর কারণে তাদের বিদায় নিশ্চিত হয়নি। পাকিস্তানকে শেষ চারে যেতে হলে তাদের ম্যাচ জিততে হবে এবং অন্য ম্যাচগুলোর ফলাফলেও দৃষ্টি রাখতে হবে।
পাকিস্তান কীভাবে সেমিফাইনালে যেতে পারে? আজ সোমবার বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে হবে। যদি নিউজিল্যান্ড এই ম্যাচে জিতে যায়, তবে পাকিস্তানের সব হিসাব শেষ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং এরপর নিউজিল্যান্ড ভারতের কাছে হেরে যায়, সেক্ষেত্রে পাকিস্তানকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য।
নকআউট পর্বে যাওয়ার জন্য পাকিস্তানকে শুধু নিজেদের জয় নিশ্চিত করতে হবে না, অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে। পাকিস্তানের জন্য এই পরিস্থিতি বেশ পরিচিত, তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এই অবস্থায় থাকতে পছন্দ করেন না।
রিজওয়ান ম্যাচ পরবর্তী তার সরল স্বীকারোক্তিতে বলেন, “এটাই বাস্তবতা। এখন দেখতে হবে, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে, তারপর নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে কেমন খেলে এবং এরপর আমরা কী করি। পথটা লম্বা, অন্যদের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।”
তিনি আরও বলেন, “অধিনায়ক হিসেবে আমি অন্যদের ওপর নির্ভর করতে পছন্দ করি না। যদি আপনি যথেষ্ট ভালো হন, তাহলে সেটা জয়ের মাধ্যমে প্রমাণ করুন এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখুন। অন্য দলগুলোর ফলের ওপর নির্ভরশীল হওয়া ভালো লাগে না। আসল বিষয় হলো ভারত ও নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে, তারা শক্তিশালী ছিল, আমরা ভালো খেলতে পারিনি।”
পাকিস্তান আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে, যা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার সম্ভাবনা নির্ধারণ করবে।