ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেটে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন তিন স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে বাংলাদেশে আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবহাওয়া নিয়ে সতর্কবানী দিল আবহাওয়া অধিদপ্তর গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত

পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল

আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।

গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

জনপ্রিয়

সিলেটে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।

গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।