ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

 

এ বিষয়ে শুনানি শুরু হবে আগামী বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে, যা মুলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে। হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার যাবতীয় নথি ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

 

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। পাঁচ দিন পর নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা করেন। এরপর তদন্ত করে র‌্যাব ১৫ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেয়, যেখানে ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলা হয়।

 

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাতজন আসামিকে খালাস দেওয়া হয়।

 

মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করতে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিতরা আপিল করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

 

এ বিষয়ে শুনানি শুরু হবে আগামী বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে, যা মুলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে। হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার যাবতীয় নথি ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

 

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। পাঁচ দিন পর নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা করেন। এরপর তদন্ত করে র‌্যাব ১৫ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেয়, যেখানে ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলা হয়।

 

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাতজন আসামিকে খালাস দেওয়া হয়।

 

মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করতে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিতরা আপিল করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।