ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন এই মামলা দায়ের করেন।

 

মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সেই সময়ের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, এই হত্যাকাণ্ড ছিল বিচার বহির্ভূত এবং আইনের পরিপন্থী। আদালত মামলাটি গ্রহণ করে আগামী বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেছেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শাহাব উদ্দিনকে সাদা পোশাকধারী পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন ভোরে কুমিল্লার সামুকশার এলাকায় গুলি করে হত্যা করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামলাটি গ্রহণের পর আদালতের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন এই মামলা দায়ের করেন।

 

মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সেই সময়ের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, এই হত্যাকাণ্ড ছিল বিচার বহির্ভূত এবং আইনের পরিপন্থী। আদালত মামলাটি গ্রহণ করে আগামী বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেছেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শাহাব উদ্দিনকে সাদা পোশাকধারী পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন ভোরে কুমিল্লার সামুকশার এলাকায় গুলি করে হত্যা করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামলাটি গ্রহণের পর আদালতের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।