হামজা চৌধুরির পর এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। দীর্ঘদিন ধরেই ফুটবলপ্রেমীদের মধ্যে তার লাল-সবুজ জার্সিতে খেলার প্রত্যাশা থাকলেও এবার সেই আশায় মিলতে যাচ্ছে বাস্তবতার ছোঁয়া।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সামিত নিজেই বাংলাদেশ দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফে ইতোমধ্যে তাকে প্রয়োজনীয় নথির একটি তালিকা পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে জন্মনিবন্ধন, পাসপোর্ট, বাবা-মায়ের পরিচয় ও জন্মস্থান সংক্রান্ত তথ্য।
সামিতের প্রথম ধাপ হলো বাংলাদেশি পাসপোর্ট তৈরি। প্রবাসীদের ক্ষেত্রে জন্মনিবন্ধনের মাধ্যমেই পাসপোর্ট করা সম্ভব। এরপরে প্রয়োজন হবে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তি পত্র, যাতে থাকবে সামিতের কানাডার হয়ে খেলার তথ্য ও ম্যাচসংখ্যা। এই নথিগুলোর ভিত্তিতে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করা হবে খেলোয়াড় পরিবর্তন প্রক্রিয়ার জন্য।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন। তার অন্তত সাতদিন আগেই খেলোয়াড় নিবন্ধন শেষ করতে হবে এএফসিতে। তাই ৩ জুনের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাফুফে সময় সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে চেষ্টার ত্রুটি রাখছে না।
জাতীয় দলে খেলার ক্ষেত্রে বড় কোনো আর্থিক সুবিধা না থাকলেও, বিষয়টি নিয়ে সামিতের দিক থেকে কোনো দাবি আছে কিনা, তা জানতে চায় বাফুফে। আগের অভিজ্ঞতায় দেখা গেছে, হামজা চৌধুরিকে শুধু বিজনেস ক্লাস বিমান টিকিটই দেওয়া হয়েছিল, ক্যাম্পে ছিলেন সবার মতোই সাধারণ সুযোগ-সুবিধায়।
সামিত সোমের আগমন যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য আরেকটি বড় মাইলফলক। এই মুহূর্তে বাফুফে ও ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে সামিত ও তার পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর দিকে।