খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেয়েদের একমাত্র রোকেয়া হলের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন আন্দোলনকারী ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে হলের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন।
একই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার। তিনি জানান, বুধবার (২৩ এপ্রিল) তদন্তের জন্য কুয়েটে একটি প্রতিনিধিদল পাঠানো হবে।
তবে তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা। তারা বলেন, “আলোচনার সময় অনেক আগেই পেরিয়ে গেছে, এখন আমাদের দাবি আদায় হওয়া ছাড়া কিছুই শুনতে চাই না। আমরা অসুস্থ হয়ে পড়ছি, যেকোনো সময় বড় কিছু ঘটতে পারে।”
এর আগে গত ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে ঢোকেন আন্দোলনকারীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আমরণ অনশন শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত ১৩ এপ্রিল হলে প্রবেশের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। ফলে ২ রাত খোলা আকাশের নিচে কাটানোর পর তারা তালা ভেঙে হলে ঢোকেন। তবে খাবার, পানি এবং ইন্টারনেট সংযোগ এখনও দেয়া হয়নি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার দুই দফা আলোচনার চেষ্টা করলেও শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।