দেশের বাজারে স্বর্ণের দামে টানা তিন দফায় বড় উর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ ৫ দফা সমন্বয়ের মধ্যে ৪ বারই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, যার মধ্যে সর্বশেষ টানা তিন দফায় দাম বেড়েছে মোট ১০ হাজার ৩৭০ টাকা।
সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামের ঘোষণা দেয়। নতুন মূল্য অনুযায়ী, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়াও
২১ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা
বাজুস জানায়, পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম নির্ধারণে ভ্যাট (৫%) ও ন্যূনতম মজুরি (৬%) যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
এর আগে ১৯ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে— এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে, আর ৬ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।
রুপার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।