নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া ও ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে দুটি শিল্প কারখানা ও একটি বেকারিসহ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযানে লামাপাড়ার রূপসি ফেব্রিক্স নামে একটি ডাইং কারখানা, ভুইগড়ের বন্ধন স্টিল ওয়ার্কস নামে একটি রোলিং মিল এবং হাবিবা বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বন্ধন স্টিল ওয়ার্কস-এর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি কারখানা থেকে অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্ণার জব্দ করা হয়। পাশাপাশি ভুইগড় এলাকার বিশটি বাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।