মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকামুখী লেনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মঙ্গলবার (৬ মে) ভোরে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ছনবাড়ি থেকে ওমপাড়া সার্ভিস রোডে পৌঁছালে একটি গাড়িকে ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডাকাত দলের সদস্যরা আগে থেকেই সার্ভিস লেনে ব্যারিকেড দিয়ে গাড়ির পথরোধ করে। গাড়িটি ব্যারিকেডের সামনে আসতেই রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা ধাওয়া করে। ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি দ্রুত ব্যাক গিয়ারে সরিয়ে নেয়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ডাকাত দলের আরেকটি অংশ গাড়ির দিকে কিছু নিক্ষেপ করে। পুরো ঘটনা গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় ধারণ হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ডাকাতরা ততক্ষণে পালিয়ে যায়। তিনি জানান, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।