ভারতের পররাষ্ট্রসচিবের মিডিয়া ব্রিফিং
চলমান যুদ্ধ নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের বিরুদ্ধে আরও হামলার ‘আশঙ্কা’ ছিল।
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রী বলেন, ‘সুতরাং প্রতিরোধ এবং আগাম ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা ছিল।’
মিশ্রী বলেন, স্পষ্টভাবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে আসা ‘স্বাভাবিকতাকে দুর্বল করার উদ্দেশ্য’ ছিল।
তিনি বলেন, পর্যটন ব্যাহত করার নীলনকশা করা হয়েছিল, যা স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি।
মিশ্রী জানান, গত বছর ২ কোটি ২৫ লাখেরও বেশি পর্যটক ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণ করেছেন।
পাকিস্তানে নিহত বেড়ে ২৬
পাকিস্তানে ভারতীয় হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় হামলায় ছয়টি এলাকায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। পাকিস্তান দাবি করছে, ভারতের তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। কাশ্মীরে বিমানের ধ্বংসাবশেষের ছবিতে তাদের দাবিই জোরালো হলো।
যুদ্ধের মধ্যে ভারতীয় শেয়ারবাজারে পতন
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক হামলার পর আজ বুধবার ভারতের প্রধান শেয়ার সূচকগুলোতে ব্যাপক পতন হয়েছে।
প্রাথমিক লেনদেনে সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট কমে যায়, যদিও বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে কিছুটা লোকসান পুনরুদ্ধার হয়।
যে খাতওয়ারি সূচকগুলো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে তার মধ্যে রয়েছে মিডিয়া, ভোগ্যপণ্য এবং ফার্মাসিউটিক্যাল। তবে অটো স্টক এবং ব্যাংকগুলোর লেনদেনে লাভজনক রয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খবরের কারণেও শেয়ারবাজার প্রভাবিত হচ্ছে। এই চুক্তি বিশ্বব্যাপী শুল্ক অস্থিরতার মধ্যে বাণিজ্য বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, আজ বৃহত্তর এশীয় বাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
০৯: ৫০
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত ৩ বিমান নিয়ে জল্পনা
সিএনএন-এর স্থানীয় প্রতিবেদক মুখতার আহমেদ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি অপরিচিত বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ওয়ুয়ান গ্রামে ভেঙে পড়েছে, যা ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ধ্বংসাবশেষের ছবি দেখে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানটি কার। ভারত জানিয়েছে, তারা মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বিমান হামলা চালাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা বিমান হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তিনটি রাফালসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সরকারের চারটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানে ভারতের হামলার সময়ই এটি ঘটে। তবে বিমানগুলো এমনিতেই বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
০৯: ১৫
উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অনুমেয়ই ছিল যে, ভারত-পাকিস্তান সংঘাত অনিবার্য। তবে সেটা কখন ঘটবে তা কেউই অনুমান করতে পারছিলেন না। অবশেষে শুরু হয়ে গেছে চির বৈরী দুই দেশের মধ্যকার সংঘর্ষ। জাতিসংঘের মহাসচিব এই সংঘর্ষ শুরুর পর উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ওয়েবসাইটে এই বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই সামরিকভাবে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব আর কোনোভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ্য করতে পারবে না।’
০৮: ৪৯
ভারত-পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষকে ‘যোগাযোগের লাইন খোলা রাখতে এবং উত্তেজনা এড়িয়ে চলতে’ আহ্বান জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে রুবিও এর আগে বলেছিলেন, তিনি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে’ উভয় পক্ষের সঙ্গে যুক্ত রয়েছেন।
০৮: ৪৫
ভারত-পাকিস্তান যুদ্ধ: এখন পর্যন্ত যা যা ঘটল
ভারত কর্তৃক পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলার পর থেকে গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছে। এ পর্যন্ত যা যা ঘটল তার একটি সারসংক্ষেপ দেওয়া হলো:
দিল্লি বলছে, তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা বৃদ্ধি না করে’ হামলা চালিয়েছে।
পাকিস্তান নিশ্চিত করেছে, তিনটি স্থানে আঘাত হানা হয়েছে, যাকে তারা ‘কাপুরুষোচিত হামলা’ বলে বর্ণনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার বলেছেন, আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। ভারত হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তান বলেছে, ইসলামাবাদ ‘তাদের পছন্দসই সময়ে এবং স্থানে’ এর জবাব দেবে।
রয়টার্স এবং এএফপি ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তাঁরা বড় ধরনের বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
তবে, এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের পাঞ্জাবেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলোকে
সর্বোচ্চ সতর্ক ও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গত মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর একটি মারাত্মক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেখানে উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র ।
পাকিস্তান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে। তবে ভারতীয় পুলিশ দাবি করছে, তারা হামলার জন্য সন্দেহভাজন চার জঙ্গির মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। নিরাপত্তা বাহিনী এখনও তাদের সন্ধান করছে।
ভারত ও পাকিস্তান উভয়ই একে অপরের বিরুদ্ধে সীমান্ত বন্ধ করা এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাসহ বেশ কয়েকটি প্রতিশোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। ২২ এপ্রিলের পর থেকে উভয় পক্ষের সৈন্যরা সীমান্তে টানা কয়েকদিন ছোট অস্ত্র থেকে গুলি বিনিময় করেছে।
০৮: ৩০
ভারতের ‘বিশ্বের অন্যতম সেরা’ যুদ্ধবিমান রাফাল হারানোর বিষয়ে যা জানা গেল
পাকিস্তানের দাবি করেছে, তারা ভারতের রাফাল জেট বিমান ভূপাতিত করেছে। ফ্রান্সে নির্মিত বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান এটি।
সিএনএন-এর জেসি ইয়াং এবং ব্র্যাড লেন্ডনের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, তারা যে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, তার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান ছিল — যা ভারতীয় বিমান বাহিনীর মূল্যবান সম্পদ এবং নয়াদিল্লি তার সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কয়েক বছর আগে এগুলো সংগ্রহ করেছিল।
সিএনএন পাকিস্তানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এবং এ বিষয়ে ভারতীয় সরকার ও সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে।
এই সর্বশেষ উত্তেজনার আগে, ভারতীয় বিমান বাহিনীতে ৩৬টি রাফাল জেট ছিল, যা ফরাসি প্রস্তুতকারক ড্যাসল্ট এভিয়েশন থেকে কেনা হয়েছিল।
এই যুদ্ধবিমানগুলোর প্রথম অর্ডার দেওয়া হয়েছিল ২০১৬ সালে এবং এগুলো ২০২০ সাল থেকে আসা শুরু করে। সেই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন যে নতুন এই জেটগুলো ‘বিশ্বের অন্যতম সেরা’ এবং এটি ভারতীয় বিমানবাহিনীকে ‘আমাদের দেশের ওপর আসা যেকোনো হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী’ করবে।
গত এপ্রিলে, ভারত ফ্রান্সের সঙ্গে আরও ২৬টি রাফাল জেট কেনার জন্য ৭.৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা ২০৩০ সাল থেকে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই জেটগুলো সম্পর্কে যা জানা যায়:
প্রস্তুতকারকের মতে, এই জেটগুলো এক বা দুই আসনের হয়ে থাকে এবং এগুলোতে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি ৩০ মিমি কামানও যুক্ত করা যায়।
ড্যাসল্ট এভিয়েশন আরও জানায়, রাফালের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে এমন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে এটি সব আবহাওয়ায় ভূখণ্ড অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে।
তবে রাফাল স্টিলথ জেট নয়, অর্থাৎ এটি রাডার ফাঁকি দিতে পারে না। তবে এটিকে রাডারে সহজে ধরা যায় না এমন কম দৃশ্যমান বৈশিষ্ট্যযুক্ত হিসেবে প্রচার করা হয়। এটির একটি বিশেষ সুবিধা হলো — যুদ্ধকালীন অভিজ্ঞতা।
ড্যাসল্ট এভিয়েশনের ওয়েবসাইট অনুসারে, ফরাসি বাহিনী কর্তৃক চালিত রাফাল আফগানিস্তান, লিবিয়া, মালি, ইরাক এবং সিরিয়ার অভিযানে ব্যবহৃত হয়েছে।
০৮: ১৩
মধ্যস্থতার প্রস্তাব নিয়ে ইসলামাবাদ থেকে আজ দিল্লি যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি আজ বুধবার দিনের শেষভাগে দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরাগচি চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে ছিলেন, যেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন।
তেহরান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত সহযোগিতা এবং তাঁদের অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরান উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।
০৮: ০৭
‘পাকিস্তান জবাব দেওয়ার অধিকার রাখে’, জাতিসংঘকে জানিয়েছে ইসলামাবাদ
সিএনএনের প্রতিবেদনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, ইসলামাবাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) ‘ভারতের সুস্পষ্ট আগ্রাসন এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যে হুমকি সৃষ্টি করেছে’ সে সম্পর্কে অবহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউএনএসসিকে জানানো হয়েছে যে, পাকিস্তান জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদে বর্ণিত আত্মরক্ষার অধিকার অনুযায়ী, তার পছন্দসই সময়ে এবং স্থানে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।’
০৮: ০২
পাকিস্তানের পাঞ্জাবে হাসপাতালে সতর্কতা জারি, স্কুল বন্ধ ঘোষণা
সিএনএনের স্থানীয় প্রতিবেদক হিরা হুমায়ুনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এ অঞ্চলের হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং আজ বুধবার স্কুল বন্ধ রাখতে বলেছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ভারতের হামলায় নিহত আটজনের মধ্যে ছয়জন পাঞ্জাব প্রদেশের আহমেদপুর পূর্ব এবং মুড়িদকেতের বাসিন্দা। সিএনএন এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ গতকাল মঙ্গলবার এক্স-এ একটি পোস্টে ঘোষণা করেন, তিনি পাঞ্জাবের জন্য জরুরি অবস্থার জন্য সতর্ক থাকার (ইমার্জেন্সি রেসপন্স) নির্দেশ জারি করেছেন।
মুখ্যমন্ত্রী উদ্ধারকারী দল, জেলা প্রশাসন এবং হাসপাতালগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে।
মরিয়ম নওয়াজ বলেছেন, পাকিস্তান শান্তি চায়। তবে যুদ্ধ চাপিয়ে দিলে ‘একটি বাহিনী’তে পরিণত হবে।
তিনি এক্স-এ লিখেছেন, ‘ভারত শুরু করেছে, আমরা শেষ করব’।
০৭: ৫৮
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৭
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার বলেছেন, ভারতীয় হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আহমেদপুর পূর্ব শহরে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
০৭: ৫৫
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে তাদের প্রতিবেদক জানিয়েছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ ভোরে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান ভীমবের গালি এলাকায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে কামান থেকে গোলাবর্ষণ করেছে।
স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, তারা অঞ্চলের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
০৭: ৪৯
পাকিস্তানের গোলায় ৩ জন নিহতের কথা জানাল ভারতীয় সেনাবাহিনী
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি কামানের গোলায় গত রাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল- এলওসি), যা কাশ্মীরকে কার্যত বিভক্ত করেছে, এই এলাকা জুড়ে পাকিস্তানি সেনাবাহিনী ‘বিপরীত দিক থেকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে’।
সেনাবাহিনী আরও বলেছে, এলোপাতাড়ি গুলি ও গোলবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ভারতীয় বাহিনী যথাযথভাবে এর জবাব দিচ্ছে।