পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের হামলা সম্পর্কে জানিয়েছেন। ইসলামাবাদ বলছে, ভারতের সরাসরি হামলা যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে— সেই সম্পর্কে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অর্থাৎ আত্মরক্ষার অধিকার অনুযায়ী, পাকিস্তান ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে, এবং তা উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে দেওয়া হবে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪৬ জন।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।