ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো গ্রহণযোগ্য নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আকু পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫.৬৭ বিলিয়ন ডলারে ১০ মে থেকে শুরু ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’
ভারতের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি

ভারতকে ‘জায়গামতো’ জবাব দিতে পারি : জাতিসংঘকে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের হামলা সম্পর্কে জানিয়েছেন। ইসলামাবাদ বলছে, ভারতের সরাসরি হামলা যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে— সেই সম্পর্কে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অর্থাৎ আত্মরক্ষার অধিকার অনুযায়ী, পাকিস্তান ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে, এবং তা উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে দেওয়া হবে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার

ভারতের হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি

ভারতকে ‘জায়গামতো’ জবাব দিতে পারি : জাতিসংঘকে পাকিস্তান

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের হামলা সম্পর্কে জানিয়েছেন। ইসলামাবাদ বলছে, ভারতের সরাসরি হামলা যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে— সেই সম্পর্কে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অর্থাৎ আত্মরক্ষার অধিকার অনুযায়ী, পাকিস্তান ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে, এবং তা উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে দেওয়া হবে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।