গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফেসবুকে পোস্ট করে ফাঁস করেছেন এক শিক্ষক। এ ঘটনায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং গঠন করা হয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি।
ঘটনাটি ঘটে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১৭২নং খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ উপজেলা শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে নিজের টেবিলে রাখেন। সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ সেই প্রশ্ন মোবাইলে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি দ্রুত ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।
স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন এবং দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রধান শিক্ষক জানান, বিষয়টি জানার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। অভিযুক্ত শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ দাবি করেন, ‘ভুলবশত’ ছবিটি তার ফেসবুকে পোস্ট হয় এবং জানার পর তা মুছে ফেলেন।
কোটালীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত জানান, এই প্রশ্নে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ঘটনায় সিনিয়র উপজেলা শিক্ষা অফিসার হিমাংশু বিশ্বাসকে আহ্বায়ক করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।