ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি

ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর চালানো তাণ্ডবের নেতৃত্ব দেওয়া ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা এলাকার একটি ভাড়া বাসা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা থেকে মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ছিল।

সূত্র জানায়, ৫ আগস্টের পর সাবেক এমপি হাবিব হাসানসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও নাদিম মাহমুদও আত্মগোপনে চলে যান। তাদের অপর ভাই উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন আল সোহেলও বর্তমানে পলাতক রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহেলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর গুলি চালায় আওয়ামী ক্যাডাররা। এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

এদিকে গ্রেফতার নাদিম মাহমুদ রাজনীতিতে সক্রিয় না হলেও বড় ভাই হাবিব হাসান এমপি হওয়ায় এলাকায় ব্যাপক প্রভাব ছিল তার। এরই মধ্যে বিভিন্নজনের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী যুগান্তরকে বলেন, আমার বাবার অবসরের ১৫ লাখ টাকা সে মেরে দিয়েছে। টাকার জন্য গত দশ বছর ঘুরেছি। এছাড়াও রফিকুল ইসলাম নামের আরও এক ব্যক্তি নাদিমের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগ জানিয়েছেন।

জনপ্রিয়

যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা

ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর চালানো তাণ্ডবের নেতৃত্ব দেওয়া ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা এলাকার একটি ভাড়া বাসা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা থেকে মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ছিল।

সূত্র জানায়, ৫ আগস্টের পর সাবেক এমপি হাবিব হাসানসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও নাদিম মাহমুদও আত্মগোপনে চলে যান। তাদের অপর ভাই উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন আল সোহেলও বর্তমানে পলাতক রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহেলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর গুলি চালায় আওয়ামী ক্যাডাররা। এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

এদিকে গ্রেফতার নাদিম মাহমুদ রাজনীতিতে সক্রিয় না হলেও বড় ভাই হাবিব হাসান এমপি হওয়ায় এলাকায় ব্যাপক প্রভাব ছিল তার। এরই মধ্যে বিভিন্নজনের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী যুগান্তরকে বলেন, আমার বাবার অবসরের ১৫ লাখ টাকা সে মেরে দিয়েছে। টাকার জন্য গত দশ বছর ঘুরেছি। এছাড়াও রফিকুল ইসলাম নামের আরও এক ব্যক্তি নাদিমের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগ জানিয়েছেন।